প্রতিরোধ গড়ার আহ্বান বিরোধী দল নেতা অনিমেষ

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২১ ডিসেম্বর। খৃষ্টানদের এস টি সার্টিফিকেট বাতিল করার দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চ আহুত ২৫ ডিসেম্বর আন্দোলন কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিধানসভা বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা।আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম নিয়ে জনজাতিদের মধ্যে সংঘর্ষ বাধার সুড়সুড়ি বন্ধ করতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।ঐ দিন খৃষ্টান দের বড়দিন। এই দিনে খৃষ্টান ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের লোক জন মর্যাদার সাথে পালণ করেন।
শ্রীদেবর্বমা আরো অভিযোগ করেন রাজ্য সরকার কর্মচারীদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন।রেগার কর্মচারী ব্লকে এবং ভিলেজ কমিটি তে যারা কাজ করছেন। তাদের দুই রকম বেতন দেয়া হয়।
তিনি আরো বলেছেন রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শুণ্য পদ পূরণ করার ক্ষেত্রে সংরক্ষণ নিয়ম নীতি মানছে না। সং রক্ষন আসনে অসংরক্ষিত দের চাকরি দেয়ার ক্ষেত্রে জনজাতি দপ্তর থেকে অনুমোদন নিতে হয়।তা না নিয়ে আদালতে কিছু সংখ্যক শুন্যপদ পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে খোঁজ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেছেন এ ডি সি প্রাপ্য অর্থ রাজ্য সরকার দিচ্ছ না। তাতে করে এ ডি সি এলাকার উন্নয়ন কাজ স্তব্দ হয়ে গেছে।এ ডি সি এলাকার রাস্তাঘাট কি অবস্থায় রয়েছে।তা কেন্দ্রী সরকারের বিভাগীয় মন্তক এলাকায় এসে সরজমিনে দেখে যাবার অনুরোধ জানিয়েছেন।
রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন।