। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা। ১৭ নভেম্ভর।এখন থেকে স্বাস্থ্য কর্মীদের কর্মক্ষেত্রে সুনির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি অনিমা দেবর্বমা গত কাল এই নির্দেশনামা জারি করেছেন।
স্বাস্থ্য কর্মীদের কর্মক্ষেত্রে সুনির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক করায় এখন ডিউটি সময়ে বেসরকারি ভাবে অন্যত্র যোগ দিতে পারবে না বলে অনেকে মনে করেন।
শুধু তাই নয়। পোশাককের উপরে নেইম প্ল্যাট এবং কোন পদে কর্মরত রয়েছেন। সেই ব্যাজ ধারণ করতে হবে।
