পরচার একাংশ কাজ বন্ধ রাখায় বাড়ছে জন দুর্ভোগ

। হাবেলী ডিজিটাল ডেস্ক আগরতলা।১৭ নভেম্বর। পুরোনো দলিল দিয়ে জমির পরচা বন্টনের কাজ এখন বন্ধ। বাড়ছে জনদুর্ভোগ।কেন বন্ধ করে রাখা হয়েছে । এই বিষয়ে রাজ্য সরকার কোনো ধরনের আগাম জনগনকে কিছু জানায়নি।
ঘটনায় প্রকাশ ২০০৫ সালের আগে জমি ক্রয়ের দলিল রয়েছে।যারা জমির পরচা করে নি । । এরা পড়ছেন চরম সমস্যায় । বিভিন্ন তহশিলে পরচার জন্য আবেদন করতে যাবার পর জানানো হয় । পুরোনো দলিল উপর পরচা বন্টনের কাজ স্থগিত রাখা হয়েছে।কি কারণে কেন স্থগিত রাখা হয়েছে। এই সম্পর্কে তহশিল থেকে জনগনকে সঠিক উত্তর দিতে পারে না।

এখন পরচা ছাড়া কোনো কাজ করা যায় না। একটা সময় দলিল দিয়ে সব কাজ করা গেছে।

জমির উপর নতুন বাড়ি তৈরি করা, ও বি সি সার্টিফিকেট, আর ও আর , সহ বিভিন্ন কাগজপত্র করতে পুর নিগম এলাকায় ওয়ার্ড অফিস থেকে সার্টিফিকেট নিতে হয়। বাড়ির ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতে হয়।পরচা ছাড়া বাড়ির ট্যাক্সের ব‌ই করা হয় না।
একটি সাধারণ পরিবার অতি কষ্টে বাড়ির জমি কিনে বাড়ি করে বসবাস করছে। এখনো জমির পরচা বের করে নি।তাই বলে পরিবারটিকে অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এই নিয়ে জনগণের মনে বাড়ছে ক্ষোভ।

এই দিকে সাম্প্রতিক কালে পরচা তৈরির যাবতীয় খরচ জনগনের ঘাড়ে চাপিয়ে দিয়েছে প্রশাসন।আগে বিনামূল্যে প্রশাসন জমির মালিক কে পরচা করে দিয়েছে।
পরচা তৈরি করতে গিয়ে জমির মালিককে দিনের পর দিন তহশিল থেকে ডি সি অফিসে ধর্না দিতে হয়। তারপরও সময় মতো পরচা পাওয়া যায় না বলে অভিযোগ।
অথচ অন্য রাজ্যে পরচা বন্টনের বিষয়টি সহজ করে দেয়া হয়েছে। প্রশাসনের লোকজন জমির মালিকের কাছে গিয়ে পরচা করতে তাগিদ দিতেছে।