দিনভর বৃষ্টির কারণে চাষবাসের ব্যাপক ক্ষতি

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর।আজো রাজ্যে দিনভর বৃষ্টি হ‌ওয়ায় আমন ধান এবং শীত কালীন সব্জি ব্যাপক ক্ষতি হয়। এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল থেকেই রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে।

অকাল বর্ষণে পাকা আমন ধান কেটে জমিতে রেখে ছিল। সেই ধান এখন জলে ভিজে জমিতে নষ্ট হবে।
নীচুতলার ধানের জমিতে জল জমে গেছে।তাতে করে ঝড়ো বাতাসে ধান গাছ জমিতে পড়ে গেছে। সেই সব ধানে চারা বেরিয়ে যেতে পারে।
যেই সব ধান পুষ্ট হয় নি। সেই সব ধানে ভুষি হবার প্রবল সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আগাম আলু চাষ করেছেন। সেই সব নীচুতলার জমিতে জল জমে যায়। তাহলে আলু পচে যাবে।গাছ ঠিক ভাবে আসবে না।
যদিও উচু জমিতে আলু চাষ করেছে। সেই সব আলু গাছে ধষা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে।
এছাড়া লাল শাক,মূলা,ফুল কপি,ডাটা, ধনিয়াসহ পাতা জাতীয় সব্জি চাষ ভীষণ ক্ষতি হবে।
যারা শীত কালীন সব্জি চাষ করতে জমি তৈরি করেছেন। সেই সব জমিকে পুনরায় সব্জি চাষের জন্য তৈরি করতে হবে। চাষী কে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।তাতে করে সাধারণ একজন চাষী আর্থিক দুরবস্থার শিকার হবে। এই ক্ষতি পুষিয়ে নেয়া সকল চাষীর পক্ষে সম্ভব নয় বলে অনেকে মনে করেন