তিপরা মথা লোকসভা নির্বাচনে প্রার্থী দিবে

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর। লোকসভা নির্বাচনে একক প্রার্থী দিবে তিপরা মথা দল।
দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমন এখন ও এই বিষয়ে নীরব। তিনি চাইছেন বি জে পি এবং কংগ্রেস থেকে সম দূরত্ব বজায় রেখে চলতে।
কিন্তু উভয় দলের কেন্দ্রীয় নেতাদের সাথে সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রেখে চলতেছে।

তিনি যদি সরাসরি বি জে পি সাথে বিরোধীতা করেন। সেই ক্ষেত্রে তিনি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ পরিচালনা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়বেন।
রাজ্য সরকারের আর্থিক সহায়তা ছাড়া এ ডি সি পরিচালনা করতে পারবেন না।
অন্য দিকে উপজাতিদের সাংবিধানিক অধিকার আদায় করতে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রয়োজন।তাই এখন তিনি বি জে পি সাথে বিরোধীতা করবেন না। এখন ময়দানে বি জে পি বিরুদ্ধে কথা বলেন। তিনি তা না করেন তাহলে দলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রাখতে পারবেন না বলে অভিজ্ঞ মহলের অভিমত।

অপরদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের প্রতি ও তিনি নমনীয়তা বজায় রেখে চলেন। কোন কারণে কেন্দ্রে কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসে। তখন কংগ্রেসের কাছ থেকে সাংবিধানিক অধিকার আদায়ে কোন সমস্যা না হয়। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এখন পর্যন্ত বুঝা যাচ্ছে মথা এখন‌ই বি জে পি এবং কংগ্রেসের সঙ্গে সরাসরি যোগ দিবে না। লোকসভা নির্বাচনে পর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।