। হাবেলী ডিজিটাল ডেস্ক। ১৭ নভেম্বর। আগরতলা। ইন্ডিয়া জোট কে সামনে রেখে কংগ্রেস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সুদীপ রায়বর্মণ কে প্রার্থী করতে পারে বলে বিশেষসুত্রে জানা গেছে। সেই লক্ষ্যে রাজ্য কংগ্রেস দল ময়দানে কাজ করছে ।সাম্প্রতিক কালের পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশ হবার পর বিষয়টি প্রকাশ্যে চলে আসবে।
কংগ্রেস দল ইন্ডিয়া জোটের হয়ে সুদীপ রায়বর্মণ কে পশ্চিম আসনে লড়াই এ নামানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সি পি আই এম এবং বি জে পি বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোট কংগ্রেসের দিকে যাবে বলে আশা করছেন।
অপরদিকে কংগ্রেস প্রথম ধাপে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমন কে সমর্থন করতে আগ্রহী। মথা নেতৃবৃন্দ যদি আগ্ৰহী হয়। তাহলে বৃহত্তর স্বার্থে সি পি আই এম কে ইন্ডিয়া জোট চাইবে লোকসভা নির্বাচন থেকে বিরত রাখতে। মথা দলের সুপ্রিমো ইন্ডিয়া জোটে যেতে রাজি না হয়। সেই ক্ষেত্রে সি পি আই এম কে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন ছেড়ে দিবে কংগ্রেস।সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কে এই আসন থেকে লড়তে কংগ্রেস প্রস্তাব দিতে পারে বলে সংবাদ।
ইন্ডিয়া জোটের পক্ষ্যে না গিয়ে
মথা এককভাবে লোকসভা নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেয়ার সম্ভাবনা বেশি রয়েছে। লোকসভা নির্বাচনে আগে মথা ইন্ডিয়া জোট পক্ষ নেয়ার যদি পুনরায় কেন্দ্রের ক্ষমতায় বি জে পি আসে। তখন মথার পক্ষে এ ডি সি পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বি জে পি কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাইবেন এককভাবে মথা প্রার্থী দিক।তাহলে শাসকদল বি জে পি তাদের প্রার্থীকে বিধানসভা নির্বাচনের মত অনায়াসে জয়ী করে আনতে সহজ হবে।
মথা পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী না দেয় তাহলে শাসকদল বি জে পি কে ইন্ডিয়া জোট কংগ্রেস প্রার্থীর সাথে তীব্র লড়াই মুখে পড়তে হতে পারে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবার পর রাজ্যরাজনীতি গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় সেই দিকে এখন সকলের লক্ষ্য।
