গভীর নিম্নচাপে আকাশ মেঘাচ্ছন্ন:হাল্কা বৃষ্টি: দুশ্চিন্তা

। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা। ১৬ নভেম্বর।বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিপ্রেক্ষিতে রাজ্যে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। সকাল দশটা নাগাদ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়।দিন বাড়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকারে ঢেকে রয়েছে।বাতাস নেই ‌। এই মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির কারণে চাষবাসের ক্ষতি হতে পারে। এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চাষী।
এই সময়ে জড়ো বৃষ্টি হয় তাহলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবে। আগাম ধান রোপন করে ছিল। তাদের এখন জমি থেকে ধান ঘরে তোলার কাজ শুরু হয়েছে।
অপরদিকে অন্যান্য জমিতে ধান পাকতে শুরু করেছে। আগামী কিছুদিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলবে চাষী।জড়ো বৃষ্টি হলে বাতাসে ধান ঝরে জমিতে পড়ে নষ্ট হবে।

শীত কালীন সব্জি চাষ করতে যে সকল জমি তৈরি করেছেন। বৃষ্টি হলে জমিতে জল জমে যায়।বা বীজ বপন করার জমি বৃষ্টি তে ভিজে।তাহলে শীত কালীন সব্জি চাষ পিছিয়ে যাবে। বেশি বৃষ্টি হয় তাহলে ধনিয়া, লাল শাক,পালঙ এবং মূলা চাষের ব্যাপক ক্ষতি হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
আগাম আলু চাষ করেছেন।
সেই সব আলু গাছে ধবসা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।রোগে আক্রান্ত হলে আলু চাষী ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *