। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবা চালু হয় আজ। নিজ নিজ দেশে বসে প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাবে এই রেলপথের
শুভ যাত্রা কথা ঘোষণা করেছেন। এই সময়ে ত্রিপুরায় বসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও ভার্চুয়াল উদ্ভোধন অনুষ্ঠানে অংশ নেন।
আগরতলা থেকে আখাউড়া পযন্ত রেল পথ চালু কবে হবে সেই দিকে ভারত বাংলাদেশ উভয় দেশের মানুষ উদগ্ৰীব
হয়ে ছিল।আজ দুপুরে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাবে রেল পথের শুভ সূচনা করেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান হল।
যদিও এখন ই এখনই এই পথে রেল চলাচল শুরু হবে না। আরও কিছু দিন সময় লাগবে।যেদিন রেল চলাচল শুরু হবে। সেই দিন উভয় দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে রেল চালু কথা ঘোষণা করবেন।
আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন ২০১৬ সালে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেল পথ স্থাপন করার অনুমতি দেয়া হয়েছে।কাজ শুরু করা হয় ২০১৮ সালে ১০ সেপ্টেম্বর। সেই সময় ও দুই দেশের প্রধানমন্ত্রীগন ভি ডি ও
কনফারেন্স মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০৮ টি রেল ষ্টেশন কে অত্যা ধুনিক ভাবে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেছেন।
এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ৫১ টি রেল ষ্টেশন কে চিহ্নিত করা হয়েছে।তার জন্য আর্থিক বরাদ্ধ করা হয়েছে ৫১০০ কোটি টাকা।এর মধ্যে ত্রিপুরা ৩ টি ষ্টেশনকে রাখা হয়েছে। সেই গুলো হয়েছে ধর্মনগর, কুমার ঘাট এবং উদয়পুর। এই জন্য ৯৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ডাক্তার শ্রীসাহা আরো বলেছেন আগরতলা রেল ষ্টেশন কে বিশ্বমানের মত করে সাজিয়ে তোলা উদোগ নেয়া হয়েছে। এই জন্য রেল মন্ত্রক ২৩৫ কোটি ৪৫ লাখ খরচ করবে। এই জন্য রেলমন্ত্রী কে অভিনন্দন জানিয়েছেন।
