সংস্কারের অভাবে আজচলাচলের অনুপযোগী


হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৩০ অক্টোবর।রামকানাই কোবরা পাড়া থেকে দীনবন্ধু পাড়া পিচ ডালাই রাস্তা আজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের উদ্যোগ নেই।বাড়ছে জনমনে তীব্র ক্ষোভ। প্রশাসন নীরব।
জিরানিয়া মহকুমা অধীন মান্দাই ব্লক এলাধীন।বনিক্য চৌমুহনী হয়ে রাজচন্তাই যাবার পথে মহিষমারা থেকে বাইপাস সড়ক ধরে এক কিলোমিটার যাবার পর বামদিকে মোড় নিয়ে দীনবন্ধু পাড়া যাবার রাস্তা।এক সময় এই রাস্তাটি পিচ ঢালা ছিল।গত পাঁচ বছরের মধ্যে রাস্তা সংস্কার না করায় আজ এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
জনজাতি অধ্যুষিত গ্ৰামীন এলাকা। এলাকার জনগনকে খয়েরপুর ও রানীর বাজারে এ পথে যাওয়া আসা করতে হয়।স্কুল ছাত্র ছাত্রীদের চলাফেরা করতে দুর্ভোগে পড়তে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *