আগরতলা বাংলাদেশ ট্রেন চালু ১ লা নভেম্বর


। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৩০ অক্টোবর। আগামী ১ লা নভেম্বর আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পযন্ত ট্রেন চলাচল ভার্চুয়াল উদ্ভোধন করার কথা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী মাধ্যমে।
আজ বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ত্রিপুরা সীমান্তে নিশ্চিন্তপুর পযন্ত ট্রায়াল ট্রেন চালু করা হয়। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পযন্ত দূরত্ব ৫ কিমি। ট্রেন এই পথ অতিক্রম করে মাত্র দশ মিনিটে।
উল্লেখ্য আগরতলা থেকে আখাউড়া রেল পথে কাজ ২০১৬ সালে করার সিদ্ধান্ত হয়।২০১৮ সালে রেলপথ নির্মাণ কাজ শুরু করা হয়।
করোনার কারণে দুই বছর কাজ পিছিয়ে যায়। তারপর ৫ দফায় রেলপথে কাজ শেষ করা হয় গত জুলাই এ।চুড়ান্ত কাজ শেষ হবার পর রেল পথে ট্রায়াল রান চালানো শুরু করা হয়। এই রেল পথে মিটার এবং ব্রড গেজ লাইন বসানো হয়েছে।
এই রেলপথে প্রথমে পর্ণবাহি ট্রেন চলাচল করবে দুই দেশের মধ্যে। এখন ই যাত্রীবাহি ট্রেন চলাচল করবে না। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা রেল যোগাযোগ শুরু হলে আগরতর থেকে সহজে কম সময়ে যাওয়া যাবে।এখন আগরতলা থেকে গুহাটি হয়ে কলকাতা যেতে প্রায় ৩০ ঘন্টা অধিক সময় নেয়।