হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর। ত্রিপুরা রেলপথে মুম্বাই সাথে যুক্ত হল। আগরতলা থেকে মুম্বাই রাজধানী শহর লোকমান্য তিলক ষ্টেশনে যুক্ত হল। গতকাল বৃহস্পতিবার বিকালে ৪.২০ মিনিটে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।শয়ন শ্রেনী ছাড়া বাতানুকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দিনে চার টি ট্রেনের সূচনা করা হয়।
আগরতলা – সাব্রুম – আগরতলা ডেমু ট্রেন আরও একটি চালু করা হয়েছে। প্রতিদিন ট্রেনটি চলাচল করবে।
অন্যদিকে আগরতলা – মুম্বাই – আগরতলা বাতানুকূল এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহে একদিন করে চলাচল করবে।
প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে সকাল ৬.২০ মিনিটে ছেড়ে মুম্বাই লোকমান্য তিলক ষ্টেশনে পৌঁছাবে শনিবার বিকালে ৪.১৫ মিনিট।
অপরদিকে মুম্বাই থেকে প্রতি রবিবার সকাল ৭.৫০ মিনিটে ছেড়ে আগরতলা পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায় ৬-৫৫ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন।
