হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২০ অক্টোবর। ত্রিপুরার নতুন রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ৭০ বছর বয়স্ক ইন্দ্রসেনা রেড্ডি কে রাজ্যপাল হিসেবে মনোনীত করেছেন।
ত্রিপুরার বর্তমান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।গত ২৫ আগষ্ট বর্তমান রাজ্যপালের মেয়াদ শেষ হয়েছে। নবনির্বাচিত রাজ্যপাল অন্ধপ্রদেশের মালাকপ্যাট থেকে দুই বার বি জে পি দলের হয়ে বিধায়ক হয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নয়া রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি হলেন ত্রিপুরার বিশতম রাজ্যপাল।
