শারোদোৎসব উপলক্ষে খাদ্য দপ্তরের বিনামূল্যে ক্যানভাস

। হাবেলী ডিজিটাল ডেস্ক। ৯ অক্টোবর। আগরতলা। রাজ্য সরকার খাদ্য দপ্তর রেশনসপে মাধ্যমে ৯ লক্ষ ৭০ হাজার ভোক্তার কাছে ভর্তুকিতে বিভিন্ন সামগ্রী পোঁছে দেয়ার উদ্যোগ গ্ৰহন করেছে।রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
তিনি আরও বলেছেন আগামী কাল স্থানীয় রবীন্দ্রশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রকল্পের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার খাদ্য ও জন সংভরণ দপ্তর।
শ্রীচৌধুরী আরও জানিয়েছেন
পুজো উপলক্ষে রাজ্যের ৯ ,৭০ হাজার ভোক্তার কাছে ক্যানভাস বেগের মাধ্যমে ১ লিটার সরিষার তেল,২ কে জি ময়দা,১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল,৫শত গ্ৰাম সুজি, ৫ শত গ্ৰাম আটা এবং ৫ শত টাকা প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে।
সরিষার তেল ১১৩ টাকা দরে এই বার বিলি করা হবে। রাজ্য সরকার সরিষা তেলের উপর ভতুর্কি দিয়েছে। আরো বলেছেন বছরে চার লিটার সরিষার তেল ভতুর্কি মূল্যে দেয়া হবে।তবে পরবর্তীতে সরিষার তেল ১২৮ দামে ভোক্তাদের মধ্যে বন্টন করা হবে।
তিনি আরো বলেছেন রাজ্যের ২০৬৫ টি রেশনসপ কে মডেল রেশনসপে ঊন্নিত করা হবে।তবে প্রথম পর্যায়ে ৬ শত রেশনসপ কে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরে বাকি রেশনসপে ওএই পর্যায় ক্রমে করা হবে।

তিনি আরো বলেছেন রাজ্যে এইবার প্রথম উদ্যোগ নেয়া হয়েছে।খাদ্যদপ্তর অধীনে মাল লোডিং আনলোডিং করার কাজে যুক্ত রয়েছে। এদের প্রতেককে ২ হাজার টাকা করে পুজো অনুদান দেয়া হবে। এই জন্যে অতিরিক্ত ১২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হবে।