হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর। পরিবেশ স্বচ্ছ থাকে তাহলে জনগণ সুস্থ থাকবেন।সুস্থ থাকে তাহলে মানুষ দেশ গড়ে তোলার উদ্যোগ নিতে পারবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা বলেছেন। গতকাল দেশে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তিনি আরো বলেছেন এক তারিখ,এক ঘন্টা,এক সাথ , কর্মসূচি ছিল।দেশ ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়েছে।
সাফাই অভিযানের অঙ্গ হিসেবে ২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। দেশের জাতির জনক মহাত্মা গান্ধী জন্ম দিবস ২ রা অক্টোবর। গান্ধীর প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।