হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৯ সেপ্টেম্বর। একমাত্র রাজ্য যেখানে বেসরকারি পরিবহন ব্যবস্থা সরাসরি নিয়ম বহির্ভূতভাবে চলাচল করে। বেসরকারি পরিবহনের ক্ষেত্রে রাজ্য পরিবহন দপ্তরের নিয়ন্ত্রন নেই। বেসরকারি যানবাহনে সরকারিভাবে নিদিষ্ট যাত্রীভাড়া স্থির করা থাকলেও। কোথাও পরিবহনের মালিক গন সেই সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে।
আগরতলা শহরের উপরে যাত্রীবাহি টাউন বাসগুলোতে আজকাল টিকেট দিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয় না। সরকারি নিময় মেনে যাত্রী ভাড়া আদায় করা হয় না।
আগরতলা শহরের মধ্যে টাউন বাস নেই বলা যেতে পারে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে নতুন করে টাউন বাস পথে নামানো হয় নি। সরকার ক্ষমতায় এসে বলেছিল ৫০ টি বেটারি চালিত টাউন বাস নামানোর উদ্যোগ নেয়া হয়েছে।
আগরতলা থেকে ধর্মনগর, আগরতলা থেকে সাব্রুম সহ বিভিন্ন মহকুমার শহরগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা কে সগম করতে বেসরকারি বাস পরিষেবা চালু রয়েছে।
সেই সবযাত্রী বাসে ও আজকাল যাত্রীদেরকে টিকেট দেয়া হয় না। টিকেট না দেয়ার ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে অসুবিধা হয় না বাসমালিকদের। অতিরিক্ত ভাড়া আদায় করে নেয়ার পর যাত্রী গন ও প্রতিবাদ করতে পারে না।
যাত্রীবাহী ছোট গাড়ি গুলোতে যাত্রীদের কোন ধরনের স্বাছন্দে যাতায়াতের সুবিধা নেই।চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গাড়িতে চেপে যাতায়াত করতে হয়। একদিকে অতিরিক্ত ভাড়া অপরদিকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গাড়িতে চেপে যাতায়াত করার পর যাত্রীদের প্রতিবাদ করার সুবিধা নেই। সরকারি নিয়ম মেনে ছোট গাড়ি তে যাত্রী পরিবহন ব্যবস্থা একমাত্র রাজ্যে কার্যকর করা হয় নি।
অটোরিকশাতে শুধুমাত্র মূল আগরতলা শহরের উপরে তিনজন যাত্রী নিয়ে সেই সব অটোরিকশা চলাচল করে। এছাড়া রাজ্যের কোথাও সরকারি নিয়ম মেনে অটোরিকশা চলাচল করে না।গ্ৰামীন এলাকায় চলাচলকারী অটোরিকশাতে ৮/৯ জন যাত্রী পরিবহন করা হয় আজো। সেই সব জায়গায় পরিবহন দপ্তর এবং আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে নেই পরিস্থিতি কে নিয়ন্ত্রনে নিয়ে আসার।
আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতকারি অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে কথা এখন বহি:রাজ্যের যাত্রীগন ও জানেন। এই নিয়ে বলে কিছু হবে না ধরে নিয়ে যাত্রীগন যাতায়াত করেন। বেসরকারি যানবাহনে গতি পরিবহন দপ্তর আদৌ নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
