পুজার উপহার: আগরতলা থেকে মুম্বাই সরাসরি ট্রেন

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৯ সেপ্টেম্বর। পুজার উপহার আগরতলা থেকে মুম্বাই সরাসরি লোকমাণ্য তিলক কামাক্ষ্যা ট্রেন চলাচলের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। এখন ট্রেনে চড়ে সোজা মুম্বাই যেতে পারবেন ত্রিপুরা বাসী। আগরতলা থেকে কবে ট্রেন চালু করা হবে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
লোকমান্য তিলক কামাক্ষ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এই ট্রেন টি আগে গুয়াহাটি থেকে মুম্বাই পযন্ত চলাচল করত। আগরতলা থেকে বৃহস্পতিবার সকাল ৬.০০ ঘন্টায় যাত্রা শুরু করবে। শনিবার বিকেলে ৪.১৫ মিনিটে মুম্বাই গিয়ে লোকমান্য তিলক ষ্টেশনে পৌঁছাবে। মুম্বাই থেকে রবিবার সকাল ৭.৫০ মিনিটে যাত্রা শুরু করবে। মঙ্গলবার রাত ৭.৫০ মিনিটে আগরতলা বাধারঘাট স্টেশনে পৌঁছাবে।
আগরতলা থেকে ট্রেন র‌ওয়ানা হয়ে আমবাসা, ধর্মনগর, বদরপুর,নিউহাপলং, লামডিং, হোজাই,ও চাপরমুখ হয়ে গুয়াহাটি ষ্টেশনে পৌঁছাবে। ট্রেন নম্বর ১২৫২০ আগরতলা থেকে ছাড়বে। মুম্বাই থেকে ১২৫১৯ নম্বর হয়ে ফিরে আগরতলায় আসবে।
এই দিকে শিয়ালদহ সাব্রুম এবং আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত ডেমু ট্রেন ঘোষণার পর এখন ও চলাচল শুরু করে নি।