হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর। সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে তিপরা মথা দল আগামী কাল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বার ঘন্টার বনধ আহ্বান করেছে। দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মানিক্য বাহাদুর।
বনধকে সফল করে তুলতে সকল তিপরাসাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি।বনধ কে কেন্দ্র করে কোথায় ও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। সেই দিকে সকলকে বিশেষ ভাবে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন।
আরো বলেন এই বনধ কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারপর ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সাংবিধানিক অধিকার দিতে তালবাহনা করেন। সেই ক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবে।বনধকে সফল করতে তিনি যুবক যুবতী, নারী সহ দলমতের ঊর্ধ্বে উঠে আগামী কালের বনধকে সফল করতে আহ্বান জানিয়েছেন তিনি।
বনধের আওতার বাইরে দুধ।এ্যম্বুল্যান্স, সং বাদ পত্র। সাংবাদিক সহ বিশেষ জরুরী পরিষেবা সাথে যুক্ত সকল কিছু বাইরে থাকবে।
আগামী কালকের বনধ কে নিয়ে কংগ্রেস নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানা গেছে। শাসকদল এখন ও নীরব।
সি পি আই এম এই বন্ধের বিরোধীতা করছে।তাতে করে সি পি আই এম কে তীব্র ভাষায় সমালোচনা করেন প্রদ্যুৎ। আজকের জনজাতিদের এই অবস্থার জন্য সি পি আই সম্পূর্ণ ভাবে দায়ি বলে তিনি মন্তব্য করেছেন। আরও বলেন শাসক বি জে পি ক্ষমতায় আসার আগে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন।সাত মাস অতিক্রান্ত হবার পর ও জনজাতিদের উন্নয়ন করতে এখন ও প্রতিশ্রুতি পালনের উদ্যোগ নেই।সাশক দলের কাজে ও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবিধানিক অধিকার আদায় না হলে আগামী দিনে রাজ্যের জনজাতিদের আর্থিক অবস্থা আরো খারাপ হবে বলে মনে করেন। আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে জনজাতিদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করতে আহ্বান জানিয়েছেন তিনি।
