পুজোর আগেই সাব্রুম পর্যন্ত বৈদুতিক ট্রেন চলতে পারে

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর। আসন্ন দুর্গোৎসব আগেই সাব্রুম পর্যন্ত বৈদুতিক ট্রেন চলতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে তৎপরতা সহিত রেল লাইন কে‌ বৈদুতিকীকরণের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পেচারথল স্টেশনে পৌঁছে গেছে বৈদুতিক লাইনের তার টানার কাজ। ধারণা করা হচ্ছে আগামী এক পক্ষ কালের মধ্যে সাব্রুম পর্যন্ত বৈদুতিক তার লাইনের সাথে যুক্ত করার কাজ শেষ হয়ে যাবে।
কিন্তু বাদ সেধেছে পাহাড়ে ভেতরে দিয়ে গুহার মাধ্যমে রেল লাইন বসানো হয়েছে সেখানে। সেই সব গুহার ভেতরে রেল লাইন থেকে উপরের দিকে যত ফুট উপরে বৈদুতিক তার টেনে নিতে হয়। সেই গুহার ভেতরে রেল লাইন থেকে উপরের দিকে সেই জায়গা কম রয়েছে। সেই সব গুহার ভেতরে নতুন পদ্ধতিতে বৈদুতিক লাইন টেনে নিয়ে যেতে হবে। সেই লাইনের কাজ করতে বহি:রাজ্য থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে।ঐসব ইঞ্জিনিয়ার যখন আসবে তখন এই গুহার ভেতরে দিয়ে বৈদ্যুতিক তার টেনে নেওয়া হবে। এই কাজ সম্পন্ন হতে দেরি হলে আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত বৈদুতিক ট্রেন চলাচলে ও বিলম্ব হবে বলে রেল সূত্রে জানা গেছে।
রেল লাইন বৈদুতিকীকরণের পর রাজ্যের মধ্যে চলাচল কারি ট্রেন আরও দ্রুত গতিতে ছুটে যেতে পারবে। এখন আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে ধর্মনগর থেকে যে সময় লাগে। সেই সময়ের আগেই ট্রেন নিদিষ্ট গন্তব্যে সময়ের আগেই পৌঁছে যাবে।