ডাল,আটা গুঁড়া মসলা আজো রেশনসপে নেই

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৯ সেপ্টেম্বর ।আজ ও রেশনসপে মসুর ডাল, সরিষার লাল এবং সাদা তেল,আটা, গুঁড়া মসলা হলুদ,জিরা,মরিচ এবং সোয়াবিন পৌঁছে নি। রেশনসপে ডাল,আটা, গুঁড়া মসলা ,সোয়াবিন এবং সরিষার লাল এবং সাদা তেল না পৌঁছানোতে ভোক্তাদের চড়া দামে খোলা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে। রেশনসপে এই সব সামগ্ৰী যখন থাকে। তখন খোলা বাজারে এইসব সামগ্ৰীর দাম নিম্নমুখী থাকে।
গত কয়েক মাস বন্ধ ছিল রেশনসপে ডাল সরবরাহ।গত মাসে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন মসুর ডাল পুনরায় রেশনসপে দেয়া হবে।সরকারি ভাবে রেশনসপে সরবরাহ করা ডালের দাম কমানোর কথাও ঘোষণা করেন খাদ্যমন্ত্রী।কিন্তু গত মাসের বি পি এল ভুক্ত সকল পরিবারের কাছে ও ডাল পৌঁছে নি।এ পি এল ভুক্ত পরিবারগুলো গত কয়েক মাস যাবৎ রেশনসপ থেকে ডাল পাচ্ছে না।
সং বাদ সূত্রে জানা গেছে এই মাসে এ পি এল এবং বি পি এল ভুক্তদের কাউকে ডাল দেয়া হবে না। এছাড়া আটা, গুঁড়া মসলা হলুদ, জিরাএবং মরিচ, । এছাড়া সোয়াবিন এবং সরিসার তেল লাল ও সাদা কিছু পাবে না।নিত্য প্রয়োজনীয় এই সব সামগ্ৰী রেশনসপে সরবরাহ না থাকায় ভোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি রেশনসপে এই সব সামগ্ৰী ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে  ?