তিপরা মথাকে চাঙ্গা করতে মহারাজার তৎপরতা শুরু

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর। তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মানিক্য গতকাল রাজ্যে ফিরে আসেন।এসেই তিনি সংগঠন কে মজবুত করতে তৎপরতা শুরু করেছেন।রাজ্যে ফিরে এসে তিনি দলের কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন। ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য গন হলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য।বি কে রাঙ্খল। জগদীশ দেবর্বমা। অনিমেষ দেবর্বমা।মেভার কুমার জমাতিয়া এবং বৃষকেতু দেবর্বমা।
ছাত্র সংগঠনের দায়িত্ব দেয়া হয়েছে সজরা দেবর্বমা।সে টি আই এস এফ সং গঠনের কাজ করবেন।যুব এবং মহিলা রাজ্য নেতৃত্ব নাম এখন ও ঘোষণা করা হয় নি।
খুমুলুঙ এ তিনদিনের রাজ্য ভিত্তিক সন্মেলন শেষ করে রাজ্য কমিটির সভাপতি পদে বিজয়কুমার রাঙ্খলকে দায়িত্ব দিয়ে তিনি রাজ্য ত্যাগ করেছিলেন।রাজ্য সভাপতি রাজ্য কমিটি গঠন করে নি।আর এনিয়ে দলীয় কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছিল।
দলের বর্ষিয়ান নেতা শ্রীদাম দেবর্বমা এবং দিনেশ দেবর্বমা সহ অনেকে দল ছাড়েন। ওরা দল ছেড়ে দিয়ে তিপরা হা স্টেট পার্টিতে পুনরায় ফিরে যান।
রাজ্যে ফিরে এসে মহারাজা বলেছেন আমি স্বজাতির জন্য শেষ পর্যন্ত থাকবেন। তিনি আরো বলেন শ্রীদাম দেবর্বমা এবং দিনেশ দেবর্বমা রামচন্দ্র ঘাট এবং আশারাম বাড়ি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়তে চেয়েছেন। কিন্তু দল এদেরকে টিকেট দেয় নি। তিনি বলেন সকলের গনতন্ত্র মতে দল করার অধিকার রয়েছে।দল করতে পারেন।
আমি বি জে পি,সি পি আই এম এবং কংগ্রেস দলের সাথে নেই। জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে তাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন