নবনির্বাচিত বিধায়কগনশপথ নিলেন

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর। আজ সকাল এগারোটায় বিধানসভার সভাকক্ষে
বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ শপথ নিলেন।
শপথ বাক্য পাঠ করান বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্দু সেন।প্রথমে বক্সনগর কেন্দ্র থেকে নির্বাচিত তফাজ্জল হোসেন এবং ধনপুর কেন্দ্রে বিন্দু দেবনাথ বাংলা ভাষাতে শপথ বাক্য পাঠ করেন।
শপথ গ্ৰহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ মন্ত্রীসভা সদস্য গন উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও উপস্থিত ছিলেন।
বিরোধী দলের কোন প্রতিনিধি শপথ গ্ৰহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য বক্সনগর কেন্দ্রে সি পি আই এম বিধায়ক সামশুল হক অকাল মৃত্যু হয়। ধনপুর কেন্দ্রের প্রার্থী প্রতিমা ভৌমিক। শ্রীমতি ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।যার কারণে তিনি বিধায়ক পদে ইস্তফা দিতে হয়।এতে করে আসন দুই টি শূন্য হয়ে যায়।যার কারণে একালে ভোট করতে হয়েছে।আসন দুই টি বি জে পি দখল করতে সক্ষম হয়। এখন বিধানসভাতে বি জে পি বিধায়ক সংখ্যা বৃদ্ধি পেয়েছে।আই পি এফ টি একমাত্র বিধায়ক বি জে পি সাথে জোট বেঁধে সরকার