তুইপ্রা মথা ভেঙে বেরিয়ে গেল টি এইচ পি

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১১ সেপ্টেম্বর। শুরু হয়ে গেল তিপরা মথা দলের ভাঙ্গন। আজ তিপরা হা স্টেট পার্টি জোট থেকে বেরিয়ে যায়। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে শ্রীদাম দেবর্বমা একথা বলেছেন।
তিনি আরো বলেন ২০২১ সালে মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্বমা আহবানে সাড়া দিয়ে সেই দিন জোট গড়ে তোলা হয়েছিল। তিপরা মথা দল নির্বাচন কমিশন কতৃক অনুমোদন প্রাপ্ত দল নয়। তিপরা হা স্টেট পার্টি নির্বাচন কমিশন কতৃক অনুমোদনকৃত পার্টি।
মহারাজার অনুরোধে সেই সময় তিপরা হা স্টেট পার্টি,আই এন পি টি ,টি টি এন সি,সি পি আই এম এবং আই পি এফ টি একাংশ মিলে সেদিন তিপরামথা দল গঠন করা হয়েছিল। তিপরা হা স্টেট পার্টির তিপরা ল্যান্ড দাবি কে নতুন ভাবে গঠিত তিপরা মথা দল সর্মথন করেছিল। আন্দোলন তীব্র হয়েছিল।
২০২১ সালে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে করে ছিল। নির্বাচনে ভালো ফলাফল করেছিল।এ ডি সিতে ক্ষমতায় আসে মথা।দল
ক্ষমতায় আসার পর মর্জি মত চলছে। কোন ধরনের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেন শ্রীদেবর্বমা।
পরে বিধানসভা নির্বাচনে তিপরা মথা দল লড়াই ও করে ১৩ জন বিধায়ক হয়েছে।
আজ টি এইচ পি নেতা দিনেশ দেবর্বমা এবং শ্রীদাম দেবর্বমা সাংবাদিক সম্মেলনে বলেন
গত তিন বছরে তিপরা মথা দল রাজ্য কমিটি গঠন করতে পারে নি। প্রাথমিক,ব্লক এবং মহকুমা পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে।রাজ্য কমিটি নেই। দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম দেবর্বমা ছিলেন।
মহারাজা সরে যাবার সময় সভাপতি পদে বিজয়কুমার রাঙ্খলকে দায়িত্ব অর্পণ করে গেছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের রাজ্য কমিটি গঠন করা হয় নি।
আরও বলেন তিপরাল্যান্ড স্টেট পার্টি থেকে এ ডি সিতে নির্বাচনে লড়াই করে ছিলেন। এখন তিপরাল্যান্ড স্টেট পার্টি মথা থেকে বের হয়ে গেছে। এখন এম ডি সি গন স্থির করবেন উনারা কোন দলে থাকবেন। তিপরা হা ষ্টেট পার্টি এম ডি সিদেরকে বহিষ্কার করবে।রাজ্যপালের কাছে চিঠি দিয়ে জানানো হবে এম ডি সিদের সদস্য পদ খারিজ করতে।
রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা মথার বিক্ষুব্ধ এম ডি সি গন তিপরা হা স্টেট পার্টিতে যোগ দেন। তাহলে
বি জে পি এবং তিপরা হা ষ্টেট পার্টি মিলে এ ডি সি র ক্ষমতা দখল করার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
শ্রীদেবর্বমা আরও বলেন শীঘ্রই তিপরা হা ষ্টেট পার্টি শীর্ষ ই রাজ্য সন্মেলন আহ্বান করা হবে। সেই সন্মেলন এ বি জে পি,আই পি এফ টি,আই এন পি টি,মথা দলের সদস্য দের উপস্থিত থাকতে আহ্বান জানানো হবে।
মথার নেতৃত্ব দের তীব্র সমালোচনা করে উনারা। তিপরাল্যান্ডের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তিপরা হা স্টেট পার্টি নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *