বিশ্বকর্মার উপহার কাঞ্চনজঙ্ঘা যাবে সাব্রুমে

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর। কাঞ্চনজঙ্ঘা সাব্রুমে যাবে।রেল মন্ত্রক থেকে একথা ঘোষণা করা হয়েছে।কবে নাগাদ সাব্রুম থেকে শিয়ালদহ উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করবে। এখনও তা উত্তর পূর্বাঞ্চলের রেল বিভাগ থেকে ঘোষণা করা হয় নি।
এখন আগরতলা শিয়ালদহ মধ্যে সপ্তাহে চারদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এই ট্রেনটি এখন শিয়ালদহ থেকে সাব্রুম পর্যন্ত চলাচল করবে।
কাঞ্চনজঙ্ঘা এখন সপ্তাহের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকালে আগরতলা থেকে শিয়ালদহ উদ্দেশ্যে রওনা দেয় ।
এই ট্রেন এখন সপ্তাহের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকাল ৬টা২০ মিনিটে সাব্রুম ষ্টেশন ছেড়ে শিয়ালদহ উদ্দেশ্যে রওনা হবে। উদয়পুর ষ্টেশনে এসে পৌছাবে ৭টা১২ মিনিটে। সেখান থেকে আগরতলা উদ্দেশ্য ট্রেন র‌ওয়ানা হবে ৭টা ১৪ মিনিটে।
আগরতলা ষ্টেশন ছেড়ে শিয়ালদহ উদ্দেশ্যে ৮ টা ১৫ মিনিটে র‌ওয়ানা হবে।
তারপর এই ট্রেন রাজ্যের বিভিন্ন ষ্টেশনগুলোতে আগের নিয়মমতো পৌছে যাবে।রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত দ্রুতগামী ট্রেন পৌঁছে যাওয়ায় সাব্রুম শহরের গুরুত্ব আর‌ও ভেড়ে যাবে।
শীঘ্রই সাব্রুমে ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর উপর নব নির্মিত মৈত্রী সেতু চালু করার কথা রয়েছে।
সেতু চালু হলে বাংলাদেশের চট্টগ্রাম থেকে জনগন সহজে সাব্রুম এসে ট্রেন ধরে ভারতের বিভিন্ন জায়গায় যেতে পারবে।
‌কাঞ্জনজঙ্গা চালু হ‌ওয়ায় সাব্রুমের জনগন খুশি। সকাল আটটার মধ্যে সাব্রুম এবং উদয়পুরের যাত্রী সহজে আগরতলা শহরে পৌঁছে যাবে। সারাদিন কাজকর্ম করে বিকেলের ডেমু ট্রেনে সাব্রুম পৌছে যাবে।
কিন্তু সিপাহীজলা জেলা সদর বিশালগড় মহকুমা জনগনকে আগরতলা বাধারঘাট স্টেশন এ আসতে হবে।বিশালগড় জেলা সদর হিসেবে এখানের মানুষ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
কিছু দিন আগে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা করেছিলেন সাব্রুম থেকে আগরতলা মধ্যে ডেমু ট্রেন চালু করা হবে। কিন্তু আজ পর্যন্ত ডেমু ট্রেন চালু করা হয় নি। এই নিয়ে জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কাঞ্চনজঙ্ঘা সাব্রুমে যায় । তাহলে সাব্রুম পর্যন্ত ডেমু ট্রেন চালু করা হবে। এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।