সি পি আই এম উপনির্বাচনেরগননা থেকে সরে দাঁড়ালো

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ সেপ্টেম্বর। রাজ্য বিধানসভার উপনির্বাচনে শাসক দল তথা বিজেপির প্রত্যক্ষ মদতে ভোট লুটের অভিযোগে সিপিআইএম আগামীকাল ভোট গণনা কেন্দ্রে যাবে না।সি পি আই এম পলিটব্যুরোর থেকে একথা ঘোষণা করা হয়েছে।
এটা দেশের কাছে লজ্জাজনক বার্তা বহন করবে বলে মনে করে সিপিআইএম পলিটব্যুরো। সি পি আই মনে করে বিজেপি সরকারের নেতৃত্বে ভোট চুরির মাধ্যমে আবার ও প্রমাণিত হলো এই শাসকের অপশাসনের দৌলতে ত্রিপুরায় গত সাড়ে পাঁচ বছর ধরে গণতন্ত্রের হত্যা করা হয়েছে,। গতকাল বুধবার ভারতের নির্বাচন কমিশনারের কাছে ত্রিপুরায় প্রশাসনের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি করেছে। নির্বাচন কমিশন দেশের সাথে ত্রিপুরায়
ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্ৰহন করেছে। এই ভোটে লুটের প্রমান সহ ভি ডি ও তুলে দিয়েছে। এই সব ভোট লুটের ভি ডি ও দেশবাসী ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে পলিটব্যুরোর দাবি। দেশের জনগণ বি জে পির আসল রূপ দেখেছে বলে মন্তব্য করা হয়েছে।
সি পি আই এমের দাবি ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ কেন্দ্রে নির্বাচনী এজেন্ট দিতে পারে নি।বি জে পি সন্ত্রাসের জন্য এজেটগন বুথ কেন্দ্রে যেতে পারে নি। উপভোট পুরোপুরি শাসকদলের মদতে লুটপাট,ছাপ্পাভোট, জবরদখল হয়েছে।
বি জে পি সরকার আমলে আগেও লোকসভা, পঞ্চায়েত ,পুরপরিষদ সহ বিধানসভা উপনির্বাচনে ভোটেও প্রহসন করেছিল।
মন্ত্রী, পুলিশ সুপার সহ আমলাদের একাংশ ভোট লুটের ঘটনায় জড়িত ।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দাবি করেছে।
এই সব কারণে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করতে দাবি করেছিল সি পি আই এম। নির্বাচন কমিশন কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্ৰহন করেনি। তার কারণে সি পি আই এম আগামী ৮ সেপ্টেম্বর উপনির্বাচনে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট গননা বয়কটের ডাক দিয়েছে।।