বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভোট: আহত ৪: পুনরায় ভোট চায় বামফ্রন্ট

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৫ সেপ্টেম্বর। আজ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে উপনির্বাচনে দুই টি বিধানসভা আসনে শান্তি পূর্ন ভাবে ভোট গ্ৰহন পর্ব শেষ হয়েছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে ৮৯ .২ শতাংশ এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে ৮৩ . ৯২ শতাংশ ভোট পড়েছে বলে সংবাদ সংবাদ।

শাসক তথা বি জে পির দাবি ভোট গ্ৰহন পর্ব শান্তি পূর্ন ভাবে সম্পূর্ণ হয়েছে। বিরোধী দল সি পি আই এম ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন। ধনপুর কেন্দ্রে বি জে পি প্রার্থী বিন্দু দেবনাথ এবং বক্সনগর কেন্দ্রে প্রার্থী তফাজ্জল হোসেন উভয়েই আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। যদিও জনগনের রায় এখন বাক্সবন্ধী । আগামী ৮ সেপ্টেম্বর সকাল দশটার মধ্যে আবাস পাওয়া যাবে কোন দলের দখলে আসন গুলো গেছে।
সি পি আই এমের অভিযোগ আজ সকালে ভোট গ্ৰহনের শুরু থেকেই শাসকদলের বহিরাগত সমর্থকবাহিনীর তান্ডব চালিয়েছে। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের বহু বুথ সেন্টারের মধ্যে এজেন্ট দিতে পারে নি। ভয়ভীতি প্রদর্শন করে বিরোধী দলের এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগ করেছে।
ধনপুর কেন্দ্রে প্রার্থী কৌশিক চন্দ অভিযোগ করেন রিটার্নিং অফিসারের কাছে ফোন করেছেন। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তিনি বিষয়টি নিয়ে আদালতের কড়া নাড়বেন বলে বলেছেন।

ধনপুর কেন্দ্রে চন্দুল লাইলং বাড়ি বুথ কেন্দ্র বি জে পি এবং সি পি আই এমের মধ্যে সংঘর্ষ হয়।এক সময় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নি।আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাঁশ পুকুর বুথ কেন্দ্রে মোট ভোটার ১২৯৩ টি। সেখানে দুপুর বারোটায় ভোট পড়েছে ৩৪.৫৭ শতাংশ। এই বুথ কেন্দ্রে মধ্যে অবাধে বাইরে লোকজন ঢুকেছে।
তেলকাজলা বুথ কেন্দ্রে সি পি আই এম সমর্থকদের ভোট দিতে দেয় নি বলে সি পি আই এম থেকে অভিযোগ করেছে।
আজ সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বড়নারায়ন স্কুলের বুথ কেন্দ্রে ভোট প্রদান করেছে।
কংগ্রেস দল সভাপতি আশীষ কুমার সাহা বলেন ভোটকে শাসকদল বি জে পি প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলের সমর্থকদের বাড়িঘরে ঢুকে গতকাল রাত থেকে ভয়ভীতি প্রদর্শন করেছে।যার কারণে অনেকেই ভয়ে ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি।