হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৫ সেপ্টেম্বর। নয়া শিক্ষা নীতি ২০ দ্রুত ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় কার্যকরার উপর গুরুত্বারোপ করেন।এ ডি সি চেয়ারম্যান জগদীশ দেবর্বমা। আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে ৬২ তম শিক্ষক দিবসে প্রধান অতিথির ভাষণে শ্রীদেবর্বমা একথা বলেন।
আজ প্রয়াত . রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবসে নুউয়াই অডিটোরিয়ামেএক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি এ ডি সি মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া প্রয়াত রাষ্ট্রপতি ড, রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে শিক্ষা দপ্তর নির্বাহী সদস্য রবীন্দ্র দেবর্বমা, সি ই ও সি কে জমাতিয়া পক্ষ থেকে ও পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ এ ডি সি প্রশাসন থেকে ২৬ জন শিক্ষক শিক্ষিকা কে সম্বোধনা জানানো হয়েছে।
এরা হলেন মান্দাই এলাকার ধুমতীবাড়ি জে বি স্কুলের শিক্ষক বিধু দেবর্বমা।হারেফকোয়ারের চন্দ্রবদন জে বি স্কুলের শিক্ষক শক্তি দেবর্বমা।দামছড়ার হন্ডুনায় পাড়া জে বি স্কুলের শিক্ষক বিজয় দেবর্বমা।মাছমারার ডেপাছডা এস টি গার্লস আবাসিক স্কুল শিক্ষক চিন্তা হরন চাকমা।সুমতয়ার বারেন্দ্র রোয়াজা পাড়া জে বি স্কুলের শিক্ষক রাম ত্রিপুরা।তুলাশিকক কুচিয়া পাড়া জে বি স্কুলের শিক্ষক সুমেন্দ্র দেবর্বমা।জম্পুইজলার উজান সাংকুমা পাড়া জে বি স্কুলের শিক্ষক বিনয় দেবর্বমা।গন্ডাতুইসার গুনাচরণ পাড়া জে বি স্কুলের শিক্ষক ধন্মঞ্জয় রিয়াং। বিশ্রামগঞ্জের চিকনছড়া জে বি স্কুলের শিক্ষক রঞ্জিত দেবর্বমা। মোহনভোগের ভ্রাদ্রাইবাড়ি জে বি স্কুলের শিক্ষক গোপাল চন্দ্র জমাতিয়া। আমবাসার সেগুনপাড়া জে বি স্কুলের শিক্ষিকা সুষুমা রাঙ্খল।চেলাগাঙ
মুখের বাবুরায় বাড়ি জে বি স্কুলের শিক্ষক দ্রুব সাধন জমাতিয়া।সুমুনুঙ্গের হারুং পাড়া জে বি স্কুলের শিক্ষক সমীর কান্তি দাস। বি সি মনুর সাত ভাইয়াবাড়ি জে বি স্কুলের শিক্ষক বাবুল দাস।রতনপুরের ধনঞ্জয় মেমোরিয়াল জে বি ইংলিশ স্কুলের শিক্ষক রবিধন ত্রিপুরা।গঙ্গানগরের তারাময় পাড়া জে বি স্কুলের শিক্ষক সুকুমনি দেবর্বমা।ছৈলেঙটার দক্ষিণ ময়নামা কে কে দেবর্বমা পাড়া এস বি স্কুলের শিক্ষক কৃষ্ণচরণ রিয়াং।ছামনুর বায়োমাস কল্পমোহন রোয়াজা পাড়া জে বি স্কুলের শিক্ষক রায়কুমার ত্রিপুরা। কাঞ্চনপুরের আনন্দ সাগর জে বি স্কুলের শিক্ষক পূর্ণ রাম রিয়াং।রায়বাড়ীর ডি বি নগর জে বি স্কুলের শিক্ষক সুনিল চন্দ্র জমাতিয়া।করবুকের করবুক কুঞ্জারী মগ পাড়া জে বি স্কুলের শিক্ষক চরমপাই রিয়াং।উয়াতলক তুইথুর গয়ামনি ই এস জে বি স্কুলের শিক্ষক মঙ্গল ত্রিপুরা।অম্পিনগরের পানলুঙ্গা জে বি স্কুলের শিক্ষক শুক্রচার্য কলই।মুঙ্গিয়াকামির তখিরাই পাড়া জে বি স্কুলের শিক্ষক উত্তম রায় জমাতিয়া এবং খুম্পুই একাডেমীর শিক্ষিকা অমরশ্রী রাঙ্খল দেবর্বমা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন শিক্ষক শিক্ষিকাদের হাতে মানপত্র সহ সম্বোধনা সামগ্ৰী তুলে দেন।
উদ্বোধনী ভাষণে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন মাত্র ৩৫ লক্ষ টাকা দিয়ে এ ডিসি পরিচালিত ১৬৩৪ টি স্কুলের পঠনপাঠন সুষ্ঠ ভাবে পরিচালনা করা। সম্ভব নয়।সীমিত অর্থের মাধ্যমে এ ডি সি এলাকার শিক্ষা ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা করতে সকলের কাছে আহ্বান জানান।
