কঠোর নিরাপত্তায় আগামী কাল উপনির্বাচন

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর। কঠোর নিরাপত্তায় আগামী কাল বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে।
আজ থেকে নির্বাচনের ভোটগ্রহণ কাজে যুক্ত কর্মীগন ভোটের সামগ্ৰী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ভোট গ্ৰহন পর্ব শান্তি পূর্ন ভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের সময় নির্ভয়ে ভোটারগন ভোট দিতে পারেন । আগামী কাল সকাল ৭টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সেই দিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পর্ণ করতে ১৫ কোম্পানী নিয়োগ করা হয়েছে।তার মধ্যে ১০ কোম্পানী বি এস এফ এবং ৫ কোম্পানী সি আর পি এফ সহ ৭০০ টি এস আর জোয়ান রয়েছে।‌
দুই টি বিধানসভা কেন্দ্রে ৪জন করে প্রার্থী লড়াই ময়দানে রয়েছেন।
২৩ ধনপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০,১৪৭ জন।
মহিলা ভোটার সংখ্যা ২৪,২০৩ জন।
পুরুষ ভোটার সংখ্যা ২৫,৯৪৪ জন।
প্রার্থীগন হয়েছে বি জে পি বিন্দু দেবনাথ, বামফ্রন্টের কৌশল চন্দ ,নির্দল প্রার্থী গন হলেন অনিল রিয়াং ও বাপি দেবনাথ।

মোট বুথ কেন্দ্র ৫৯ টি ।
২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৩১৮৯ জন।
পুরুষ ভোটার সংখ্যা ২২১৬৬ জন। মহিলা ভোটার সংখ্যা ২০৯২১ জন।৫১ টি বুথ কেন্দ্র রয়েছে।
এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী তফাজ্জল হোসেন বি
জে পি।বাবফ্রন্টের মিজান হোসেন।নির্দল প্রার্থী গন হলেন মোঃ: সেলিম । রতন হোসেন।
নির্বাচনের সরব প্রচার গতকাল বিকেলে শেষ হয়েছে।
আগাম ৮ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।সকলে সেই দিনের অপেক্ষায় রয়েছে