ত্রিপুরা কংগ্রেস সংগঠন কে মজবুত করার উদ্যোগ

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংগঠন কে মজবুত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সভাপতি আশিষ কুমার সাহা।। জেলা সংগঠন কে মজবুত করতে রাজ্য সভাপতি শ্রীসাহা জেলা সফর শুরু করেছে। সংগঠন কে মজবুত করতে ইতোমধ্যে তিনি দক্ষিণ জেলা কংগ্রেস কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দক্ষিণ জেলা একসময়ের দাপটে কংগ্রেস নেতা অমল মল্লিক দল ত্যাগ করে বি জে পি তে যোগ দেন। সাম্প্রতিক কালে তিনি মৃত্যুবরণ করেছেন।
অপরদিকে দিলীপ চৌধুরী বি জে পি দিকে ঝুঁকে রয়েছে।
যার কারণে কংগ্রেস দল দুর্বল হয়ে পড়ে। নয়তো এক সময় কংগ্রেস দল সব সময় সি পি আই এম এবং বি জে পি সাথে টক্কর দিয়ে কাজ করেছিল।
ঝিমিয়ে পড়া দলকে পুনরায় শক্তিশালী করতে শ্রীসাহা কর্মীদের নিয়ে আলোচনা করেছেন। বিলোনীয়া, শান্তিরবাজার, সাব্রুম সহ পার্শ্ববর্তী এলাকায় ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সেখান থেকে তিনি সিপাহী জলা জেলার সোনামুড়া মহকুমার ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংগঠন কে মজবুত করতে আলোচনা করেছেন। সম্প্রতি কংগ্রেসের প্রাক্তনমন্ত্রী বিল্লাল মিয়া দল ত্যাগ করে বি জে পি তে যোগদান করেন।শ্রীমিয়ার দাবি তিনি কংগ্রেস দল ত্যাগ করার পর ঐজেলায় কংগ্রেস দল সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছে।তার পরিপ্রেক্ষিতে শ্রীসাহা সোনামুড়া মহকুমায় কংগ্রেস দল কে শক্তিশালী করতে কর্মীসর্মথকদের সাথে বৈঠকে মিলিত হন।