এন এস ইউ আই সভাপতি কে শো কজ নোটিশে ক্ষোভ

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস আই রাজ্য সভাপতি সম্রাট রায়। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। এই শোকজ নোটিশ পাবার পর দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।
ধারনা করা হচ্ছে রাজ্য এন এস আই সভাপতি সম্রাট রায় তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশ আহুত বার ঘন্টার বনধ কে সর্মথন করার কথা ঘোষণা করেছিল।
এদিকে রাজ্যে আজ থেকে বছর খানেক আগেও কংগ্রেস দল সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়েছিল। তখন এন এস আই বিভিন্ন দাবির সর্মথনে রাজ্যে আন্দোলন সংগঠিত করে ছিল।ওর আন্দোলনের ফলে রাজ্য সরকার কে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাতে করে জনগণের কাছে শ্রীরায়ের গ্রহণযোগ্যতা বাড়াতে শুরু করেছে।
যদিও প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা র গোষ্ঠী বলে প্রচার রয়েছে সম্রাটের বিরুদ্ধে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা রাজ্য কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা লবী তাকে নিজেদের দিকে নিয়ে আসার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে শো কজ নোটিশ জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *