টি এস এফের বনধ ঘিরেপলিশের সাথে ধস্তাধস্তি

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৯ আগষ্ট। তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশ আহুত বার ঘন্টার বনধ ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।তাতে আন্দোলন কারীদের অনেকেই কম বেশি আহত হয়েছে বলে বনধ আহ্বান কারীদের অভিযোগ।
রোমান হরফ চালু এবং সংবিধানের ১২৫ নং ধারা সংশোধন সহ বিভিন্ন দাবির সর্মথনে আজ এবনধের ডাক দিয়েছে টি এস এফ।
আজ আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে, মোহনপুর খোয়াই সড়কের খোয়াই চৌমুহনী তে,। বিশ্রামগঞ্জ মাষ্টার পাড়া, অভয়নগরে ব্রীজের উপর এবং উওর গেইটে ছাত্র ছাত্রী গন রাস্তা অবরোধ করে ছিল।রাস্তা অবরোধ কারীদের হটাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। আন্দোলন কারীদের আটক করে অস্থায়ী শিবিরের মধ্যে রাখা হয়েছে।পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
বড়মুড়া আন্দোলন স্থলে বিধায়ক রঞ্চিত দেবর্বমা এবং রঞ্চিতা রিয়াং উপস্থিত ছিলেন। আন্দোলন কারীদের উপর পুলিশের ভাড়াভাড়িতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।