আগামী কাল ত্রিপুরা বনধ

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৭ আগষ্ট। আগামী কাল বার ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে।তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশ।
রোমান হরফে ককবরক ভাষা লিপি চালু এবং ১২৫ তম সংবিধান সংশোধন করে বিল সংসদে উত্থাপন করার জন্য এই বনধ আহ্বান করা হয়েছে। আগামী কাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বনধ চলবে।ফেডারেশনের রাজ্য সভাপতি সম্রাট দেবর্বমা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
বনধ কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় পিকেটিং অবরোধ করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বনধ সফল হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন উপজাতি সংগঠন বনধ কে সফল করতে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *