হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগষ্ট । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্বমন গতকাল এক সাক্ষাৎকারে মিলিত হন।গ্ৰেটার তিপরাল্যান্ড বিষয় ছাড়া অন্য বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজি রয়েছেন বলে জানা গেছে।
প্রশ্ন হচ্ছে উপনির্বাচনের প্রাকমুহর্তে শ্রীদেবর্বমা কেন দেখা করতে গেছেন।
উপনির্বাচনে বি জে পি কে সমর্থন করবে না বলে মথার বিধায়ক অনিমেষ দেবর্বমা কংগ্রেস ও সি পি আই এম সাথে বৈঠক করেছিল। কিন্তু বি জে পি কে আটকে দিতে মথা কোন পদক্ষেপ গ্রহণ করবে সেই সম্পর্কে পরিষ্কার করে নি।প্রদ্যুৎবাবুর বৈঠক থেকে অনুমান করা হচ্ছে শাহের সঙ্গে কথা বলে উপনির্বাচনে পথ পরিস্কার করেছেন।
হাবেলী ডিজিটাল ডেস্ক থেকে আগাম ঘোষণা করে ছিল মথা
উপনির্বাচনে বি জে পি কে সমর্থন করবে সেই দিকে অগ্ৰসর করছে বলে আমরা এখন ও মনে করছি।
