হাবেলী ডিজিটাল ডেস্ক । ২৬ আগস্ট ।আগরতলা। চন্দ্রযান তিনের সফলতা নিয়ে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে রীতিমতো হৈইচই পড়ে গেছে। কিন্তু অনেকেই জানেনা এই চন্দ্রযানের সফলতার পেছনে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যের ত্রিপুরার পাঁচজন বিজ্ঞানীর অবদানের কাহিনী
। যারা দিনরাত পরিশ্রম করে চন্দ্র যান কে সফলভাবে অবতরণের জন্য কাজ করে গেছেন ।এরা হলেন আগরতলা ইন্দ্রনগরের সুব্রত চক্রবর্তী , পঙ্কজ নাথ। নীলাঞ্জন রাউত , সোমনাথ চক্রবর্তী এবং কৈলাশহরের সম্রাট দেব চৌধুরী।ইসরোতে বেশকিছু বছর ধরে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।
