হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট । আজ বক্সনগর বিধানসভার কুলুবাড়ি ময়দানে ভারতীয় জনতা পার্টির নির্বাচনের এক সভা অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ,মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ,খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ,মেয়র দীপক মজুমদার ,বিধাযয়িকা কল্যাণী রায় ,সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম মিয়া এবং সিপাহীজলা ডিস্ট্রিক্ট সভাপতি দেবব্রত ভট্টাচার্য ,বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তোফাজ্জল হোসেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই নির্বাচনের জনসভায় বিল্লাল মিয়ার হাতে ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজিব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা তুলে দেন। তাকে দলে বরণ করে নেন।এছাড়া বিল্লাল মিয়ার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল কংগ্রেস দলের সমস্ত সদস্য পদ থেকে ত্যাগ করেন ।বিল্লা মিয়া সেই পদত্যাগ পত্র তিনি দলের জাতীয় কংগ্রেসের সভাপতি কাছে ও পাঠিয়ে দিয়েছিলেন।
