তিপরা মথার চালে সি পি আই এম বিপাকে

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ আগষ্ট। বিধানসভার উপনির্বাচনে তিপরা মথা দলের জামানত বাজেয়াপ্ত হত। বিষয়টি আগাম বুঝতে পেরে মথা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।গত বিধানসভা মত বি জে পি কে সুযোগ করে দিতে দল সি পি আই এমকে সর্মথন করেছে।মথার নেতৃবৃন্দ ভাল করে জানে বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে তাদের ভোট নেই।সি পি আই এমকে সর্মথন দেয়ার পর ও নির্বাচনে জয়ী হবে না।তখন মথা প্রচার করবে আমাদের জন্য বিধানসভার ক্ষমতা দখল করা যায় নি। কিন্তু প্রমান হল সি পি আই এম আজকে দিনে ক্ষখিসনু হয়ে পড়েছে। আগামী দিনে তিপরা মথা সি পি আই এমের দিকে আঙ্গুল তুলতে  পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *