আই পি এফ টি ধর্নায় তিপরা মথা চাপের মুখে

পৃথক তিপরা রাজ্যের দাবিতে আজ আই পি এফ টি দিল্লীর যন্তর মন্তরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য মন্ত্রী সভার শরিক দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
২০১৬-১৭ সালে পৃথক তিপরাল্যান্ড গঠন করার দাবিতে সেদিন রাজ্যে কি ধরনের আন্দোলন সংগঠিত করেছিল। সেই সম্পর্কে রাজ্যবাসী অবগত আছেন।
ভারতীয় জনতা পার্টির শরিক দল আই পি এফ টি যন্তর মন্তর আন্দোলন সংগঠিত করার পেছনে উদ্দেশ্য কি? পাহাড়ে এই সময়ে তিপরা মথা জায়গা দখল করে আছে। সামান্য একাংশ জমি সি পি আই এমের দখলে। এই অবস্থায় আই পি এফ টি পুনঃজীবিত হয়। তাহলে শাসকদল বি জে পি লাভবান হবে। তিপরা মথা দলের শক্তি কমবে।ভাগ হবে ভোট।তখন বি জে পি নিজের মত করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা সহজ হবে।