হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ আগষ্ট। বিশ্বের সেরা ভারত।আজ সন্ধ্যায় চন্দ্রাভিযানের ল্যান্ডার মডিউল সফলভাবে অবতরণ করেছে। পৃথিবীর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোন দেশ যেতে পারেনি।
উল্লেখ্য ৬০০কোটি টাকা মূল্যের চন্দ্রযান তৃতীয় মিশন ১৪ জুলাই উৎক্ষেপন করা হয়েছিল।২০ আগষ্ট চূড়ান্ত ডিবুষ্টিং অপারেশনের পর চাঁদের চারপাশে ২৫ কিমি ×১৩৪ কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হয়েছিল ল্যান্ডার মডিউল কে।
