বিল্লালের কংগ্রেস ত্যাগ : যাচ্ছে বি জে পি তে ?

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ আগষ্ট।
প্রাক্তনমন্ত্রী বিল্লাল মিয়া আজ জাতীয় কংগ্রেস দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ পত্র দলের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন।
পদত্যাগ করার পর এখনও কোন দলে যোগদান করবেন সেই বিষয়ে মুখ খোলেন নি।
তিনি কংগ্রেস দল ত্যাগ করার কিছু দিন আগে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক,রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ উনার বাসভবনে ছুটে গিয়ে একসাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন। তখন থেকেই জনগনের মধ্যে গুঞ্জন বসতে শুরু করেছিল বিল্লাল মিয়া বি জে পি তে যোগদান করবেন?
উপনির্বাচনের প্রাকমুহর্তে কংগ্রেস দল ত্যাগ করায় বিরোধী দলের জোট প্রার্থী তথা সি পি আই ধাক্কা খাবে।
বক্সনগর কেন্দ্রে বিল্লাল মিয়ার ব্যাপক সর্মথক রয়েছে।১৯৮৮ সালে কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি জোট মন্ত্রী সভায় মন্ত্রী ছিলেন।