হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২২ আগষ্ট। পেঁয়াজের দাম আয়ত্তে আনতে সরকারি পর্যায়ে বিক্রির উদ্যোগ। যা সিন্দুতে বিন্দুর সামিল।রাজ্যে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কিছুতেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। খোলা বাজারে প্রতিকিলো পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মহারাজগঞ্জ বাজার সাথে গ্ৰামীন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন।
রাজ্যের খাদ্য দপ্তর কতৃপক্ষ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন।
পেঁয়াজের উৎসে প্রতি কেজি ২৪-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।রাজ্যে এসে সেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়।তাতে করে সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে যায়।
রাজ্য সরকার ঘোষণা করেছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হবে। সেই কাউন্টারের মাধ্যমে ন্যায্য মূল্য দিয়ে পেঁয়াজ বিক্রি করা হবে।
এ ছাড়া বহিরাজ্য থেকে রাজ্যে পেঁয়াজ নিয়ে এনে রাজ্য সরকারের অনুমতি নিয়ে বিক্রী করতে হবে। সরকার কে না জানিয়ে পেঁয়াজ বিক্রেতাগন খোলা বাজারে বিক্রি করতে পারবে না বলে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
সাধারণ নাগরিকদের অভিযোগ মহারাজগঞ্জ বাজারের একাংশ বিক্রিতা বাজারে পেঁয়াজের কৃত্তিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছে পেঁয়াজ। প্রশাসন কঠোর হলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।
অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেশি উর্দ্ধে। সেই কারণে রাজ্য থেকে পেঁয়াজ পাচার হচ্ছে।
আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
