প্রার্থী বাছাইয়ে বি জে পি কোর কমিটির বৈঠক

দুই টি আসন বি জে পি এইবার ছাড়তে রাজি নয়

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২২ আগষ্ট। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্র দুই টি আসন বি জে পি বিরোধী দল কে ছাড়তে রাজি নয়।বি জে পির প্রাথমিক কমিটি থেকে রাজ্য কমিটির সকল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে।
প্রতিটি পাড়ায় মহল্লায় বি জে পি কর্মী বাহিনী ভোটারদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছে।সাথে চলছে ঘরোয়া সভা,উঠান সভা এবং পথসভা অনুষ্ঠিত হয়।স্কোয়াটিং চলছে।
বামফ্রন্টের প্রার্থী ও ভোট প্রচার করে চলেছে। চলছে ঘরোয়া এবং পথসভা।কিন্ত শাসকদলের চেয়ে প্রচারে পিছিয়ে পড়ছে বামফ্রন্ট প্রার্থী। বামফ্রন্টের জোট সাথী কংগ্রেসের রাজ্যস্তরের কোন নেতৃবৃন্দ প্রচারে যাবে না বলে রাজ্য নেতৃত্ব জানিয়েছেন।
নির্বাচনে লড়াই হবে। সরাসরি। বামফ্রন্টের সাথে ভারতীয় জনতা পার্টির।
ময়দানে নির্দল প্রার্থী রয়েছে।নির্দল প্রার্থী নির্বাচনে ফ্যাক্টর হবে না।নির্দল প্রার্থী গন ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে তাদের জামানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পাবে না বলে অভিজ্ঞ মহলের অভিমত।
ধনপুর এই বার বি জে পি দখল করে ছিল ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে।এখন বক্সনগর বিধানসভা বামফ্রন্ট কাছ থেকে দখল মুক্ত করাই বি জে পি প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *