হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২২ আগষ্ট। বিধানসভার উপনির্বাচনে ধনপুর কেন্দ্রে বিন্দু দেবনাথ -বি জে পি, কৌশিক চন্দ – বামফ্রন্ট, বাপী দেবনাথ এবং অনিল রিয়াং নির্দল প্রার্থী হিসেবে ময়দানে রয়েছেন।
অন্যদিকে বক্সনগর কেন্দ্রে মিজান হোসেন – বামফ্রন্ট, তফাজ্জ্বল হোসেন – বি জে পি,নির্দল প্রার্থী গন হলেন মহম্মদ সেলিম ও রতন হোসেন এই কেন্দ্রের প্রার্থী পদে রয়েছেন বলে মহকুমা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে।
ধনপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০৩৪৬ জন। পুরুষ – ২৬ হাজার এবং মহিলা ভোটার সংখ্যা ২৪ হাজার।
মোট
বুথ কেন্দ্র ৫৯ টি।
বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৩১৪৮ জন। পুরুষ ভোটার সংখ্যা ২৩২০৯ জন। মহিলা ভোটার সংখ্যা ২০৯৪০ জন। মোট বুথ কেন্দ্র ৫১ টি।
আগামী ৫সেপ্টম্বর ভোট গ্রহণ করা হবে।
