বিপ্লবহীন বি জে পি উপনির্বাচনে প্রচার তুঙ্গে

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২০ আগষ্ট। রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব কে বিধানসভা উপনির্বাচন থেকে ছেঁটে ফেলে দিয়েছে। নির্বাচনের কাজে বি জে পি রাখেনি। তেমনি সরকারের পক্ষ থেকে ও কোন দায়িত্ব দেয়া হয় নি।
রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা শ্রীদেবকে সরিয়ে দেয়া দশমাসের মধ্যে আজ শ্রীদেবকে গুরুত্ব হীন করে দেয়া হয়েছে। উপনির্বাচনে প্রচারের দায়িত্ব কোন কেন্দ্রেই রাখা হয় নি। এনিয়ে শ্রীদেবপন্থীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
রাজ্যে মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহা কে বসানো পর বিধানসভা ২৩ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির প্রয়োজনে শ্রীদেবকে রাখা হয়েছিল। বিধানসভা নির্বাচনের পর্ব মিটিয়ে যাবার পর তাকে রাজ্যে কোন কাজ করতে দিতে রাজি নয় শ্রীসাহা।
ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের প্রচার কাজে অপর দুই সাংসদকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সমগ্ৰ রাজ্য থেকে সংগঠনের অনেকেই নির্বাচনের প্রচারের কাজে নিয়োগ করা হয়েছে।
দলের রাজ্যের পর্যবেক্ষক মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজুও ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে নিজে উপস্থিত থাকছেন।
২০১৮ সালে রাজ্যে বি জে পি কে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে বিপ্লব দেবের অবদান রয়েছে। এই অবস্থায় দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখমন্ত্রী ডাক্তার মানিক সাহা মিলিত প্রচেষ্টায় শ্রীদেবকে সরিয়ে দেয়া সহজেই মেনে নিতে পারছে না।