হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২০ আগষ্ট । বিধায়ক সুদীপ রায়বর্মণ কে সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য মনোনীত করেছেন।সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লির্কাজুন খাগড়ে। এই জন্য শ্রীরায়বর্মণ খাগড়ে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং পিয়াঙ্কা গান্ধী কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রীরায়বর্মণ কে কংগ্রেস ভবনে সংবর্ধনা প্রদান করা হয়। শ্রীরায়বর্মণ কে ত্রিপুরা রাজ্য থেকে প্রথম জাতীয় কংগ্রেস কমিটির মধ্যে স্থান পেয়েছেন।তার আগে বিধায়ক বীরজিৎ সিনহা এক সময় সম্পাদক পদে ছিলেন।
এই সময়ে শ্রীরায়বর্মণ কে দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়াতে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।তাতে করে রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
