হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৯ আগষ্ট। আধুনিক এবং প্রগতিশীল ত্রিপুরার স্বপ্ন দ্রষ্টা ও রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেবর্বমন রাজ্যের সামগ্ৰিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবেন।
আজ সন্ধ্যায় স্থানীয় রবীন্দ্রশতবার্ষিকী ভবন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা বলেছেন।
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেবর্বমনের ১১৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা,সন্মানিত অতিথি ড.
পি কে চক্রবর্তী সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী।
অপরদিকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। খুমুলুঙ এ মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। এছাড়া ভূমি ও রাজস্ব দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
আজ এই দিবসটি রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
