তিপরা মথা থেকে বহিষ্কার আবু খায়ের

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৯ আগষ্ট। দল বিরোধী কাজ করার জন্য তিপরা মথা দলের সাথি সিটিজেন ফোরাম সদস্য আবু খায়ের কে আগামী ছয় মাসের জন্য মথা থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা এই সংবাদ জানিয়েছেন।
তিনি জানিয়েছেন আবু খায়ের বক্সনগর ওধনপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে দলের এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলেছেন। সেই জন্য সিটিজেন ফোরাম থেকে তার এই কাজের জন্য নিন্দা জানানো হয়েছে। ফোরামের পক্ষ থেকে তিপরা মথা কে বিষয়টি সম্পর্কে জানানো হয়। তারপর মথা কেন্দ্রীয় কমিটি জরুরি বৈঠকে বসে।দলের সভাপতি নির্দেশে আবু খায়ের কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সাথে মথার কোন কাজে অংশ গ্ৰহন করতে নিষেধ করা হয়েছে। এবং মথার বিষয়ে কোনো ধরনের বক্তব্য ও রাখতে পারবে না।