হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৯ আগষ্ট। আবু খায়ের কে দল থেকে বহিষ্কারের দাবি তুলছে তিপরা মথা সাথি সিটিজেন ফোরাম। আজ আগরতলা প্রেস ক্লাবে সিটিজেন ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফোরামের সম্পাদক সমিত বসু বলেছেন গতকাল বক্সনগরের গত বিধানসভা নির্বাচনের প্রার্থী আবু খায়েরছিলেন।আবু উপনির্বাচনে বি জে পি কে ভোট দিতে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন।তা তিপরা মথা দল বা সিটিজেন ফোরাম বক্তব্য নয়। উপনির্বাচনে তিপরা মথা দল কি ভূমিকা গ্ৰহন করবে সেই সম্পর্কে দলের হাইকমান্ড থেকে এখন ও কোন ধরনের নির্দেশ আসে নি।যতক্ষন পর্যন্ত হাইকমান্ড থেকে নির্দেশ না আসবে। সেই সময় পর্যন্ত কর্মী সমর্থকদের নীরব থাকতে হবে। হাইকমান্ড নির্দেশ পাবার পাবার পর পর নীচু তলার কর্মীদের জানিয়ে দেয়া হবে। সাংবাদিক সম্মেলনে ফোরামের কনভেনার তথা প্রাক্তণ বিধায়ক তাপস দে উপস্থিত ছিলেন।
অন্যদিকে বক্সনগর কেন্দ্রের তিপরা মথা দলের যুব সংগঠন থেকে কড়া ভাষায় আবু খায়ের সমালোচনা করেছেন।আবু খায়ের কে দলের বিরুদ্ধে গিয়ে বক্তব্য রাখায় তাকে হাইকমান্ডের কাছে ক্ষমা চাইতে বলেছে যুব সংগঠনের নেতৃত্ব। হাইকমান্ডের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন তিনি।
