হাবেলী ডিজিটাল ডেস্ক আগরতলা।১৮ আগষ্ট। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন পানীয় জল, বিদ্যুতের লোডশেডিং যন্ত্রনায় নাজেহাল।পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও রাস্তা অবরোধের ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে চলেছে। কোথাও আবার সরকারি অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেয়া হয়।
আজ সাব্রুমের বৈষ্ণবপুর আইলমারা সড়ক স্থানীয় জনতা বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য অবরোধ করেছে। স্থানীয়দের দাবি গত একমাস যাবৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই।বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় সমস্ত মেশিনের কাজ কর্ম মুখ থুবড়ে পড়ে রয়েছে।পানিয় জলের মোটর মেশিন চালানো যাচ্ছিল না।জলের মোটর চালাতে না পারায় তীব্র সংকট সৃষ্টি হয়। অন্যদিকে অনেক সময় লো ভোল্টেজ থাকে।লোভোল্টেজ থাকে।তখন জলের মোটর চালানো যায় না।তাতে করে পানীয় জল তোলা থেকে বিরত থাকতে হয়। বিষয়গুলো সম্পর্কে স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হয়।কিন্ত সমস্যা সমাধানের কোনো ধরনের উদ্যোগ নেয়া হয় না বলে অভিযোগ। ফলে ক্ষুব্দ জনতা আজ অবরোধ করে বসে।আজ ছিল আইলমারা বাজার বার।মনসা পূজা বাজার ও ছিল আজকে। অবরোধের কারণে আজ দীর্ঘ সময় রাস্তার দুই পাশে বহু যান বাহন আটকে পড়ে।জনগনকে পড়তে হয় চরম দুর্ভোগে
পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পথঅবরোধ তুলে নেয়া হয়। তারপর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
গন্ডছড়া মহকুমা শাসক অফিস সহ আরো দুই টি অফিসের গেইটে ক্ষুব্ধ জনগন তালা ঝুলিয়ে দেয়। মহকুমার বেশ কিছু রাস্তা সংস্কারের অভাবে পড়ে রয়েছে। জনগনের চলাচল করতে অসুবিধা হয়। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কর্ণ পর্যন্ত পৌছ ছিল না। গতকাল ক্ষুব্ধ জনতা রুদ্র মূর্তি ধারণ করে অফিসের গেইটে তালা ঝুলিয়ে দীর্ঘ সময় আটকে রাখেন। তখন প্রশাসনের টনক নড়ে।পরে দীর্ঘ আলোচনার পর গেইটের তালা খুলে দেন। সাময়িক সমস্যা সমাধানের পথ খোলা হয়েছে।কিন্ত সমস্যা সমাধানের চেষ্টা না করে ঝুলিয়ে রাখা হয়। আগামী দিনে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে অনেকের ধারণা।
