তিপরা মথা কি বি জে পি ঝুঁকছে: জোটের বাড়ছে চিন্তা

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৮ আগষ্ট। বিধানসভা ২০২৩ সালের তিপরা মথা দলের বক্সনগর কেন্দ্রের প্রার্থী আবু খায়ের পাল্টি খেয়ে সরাসরি বি জে পি প্রার্থীদের ভোট দিতে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।যদিও তিনি বলেন আমি নিজস্ব ব্যক্তিগত মত ব্যক্ত করেছি।
কেন্দ্রে এবং রাজ্যে বি জে পি সরকার ক্ষমতায় রয়েছে। মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে সার্থে তিনি এই আহ্বান রাখছেন। উপনির্বাচনে অন্য কোন দলের প্রার্থীদের জয়ী করে স্থানীয় জনগণের লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিপরা মথা দলের এক একনিষ্ঠ কর্মী দলের পরোক্ষ মদত না পেয়ে থাকেন। তিনি এই ভাবে যেকোন দলের প্রার্থীদের সর্মথনে প্রকাশ্যে প্রচালানোর কথা বলতে পারবেন। আগামী কাল নয়তো পরশু তিপরা মথা দল উপনির্বাচনে কোন দলকে সমর্থন করবে । সেই বিষয়ে দলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হতে পারে। তখন ই বিষয়টি আরো পরিস্কার হবে।অভিজ্ঞ মহলের ধারণা মথা শাসকদলের পক্ষে থাকবে।