হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৮ আগষ্ট। বিধানসভা উপনির্বাচনে প্রচার কার্য ক্রমের জন্য রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আজ নাম ঘোষণা করেন।
২০-বক্সনগর কেন্দ্রে প্রচার দায়িত্বে রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রেবতী ত্রিপুরা এবং বি জে পি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত।
২৩- ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রচারের দায়িত্ব থাকবেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মৎস্য মন্ত্রী সুশান্ত দাস, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্বমা, সাংসদ রেবতী ত্রিপুরা এবং বি জে পি রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।
