হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৭ আগষ্ট। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়ার বাসভবনে ছুটে গেছেন বি জে পি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য কৃষি মন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ একাধিক নেতা নেত্রী গন।
বিধানসভা উপনির্বাচনে বক্সনগর কেন্দ্রে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়ার জনসর্মথন আজো এলাকায় রয়েছে।তা এলাকায় কান পাতলেই শোনা যায়।
কংগ্রেস দল উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী কে সমর্থন করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।
যার কারণে কংগ্রেস দলের পক্ষ থেকে শ্রীমিয়া প্রার্থী হতে পারেন নি।
এই কেন্দ্রে বামফ্রন্ট এবং বি জে পি প্রার্থীর মধ্যে সরাসরি লড়াই হবে। তিপরা মথা দল ও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।তাতে করে মথা এবং কংগ্রেসের ভোট বামফ্রন্ট প্রার্থীর অনুকূলে চলে যায়। সেই ক্ষেত্রে বামফ্রন্টের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়ে আসা বি জে পি পক্ষে সহজ হবে না বলে অভিজ্ঞ মহলের অভিমত।
তাই নির্বাচনের মুখে বিল্লালের ঘরে ডুকে তাকে বি জে পি মুখি করতে পারা যায় সেই চেষ্টা ত্রুটি রাখা হবে না। তাহলে বি জে পি প্রার্থী অনায়াসে জয়ী হতে পারে।
কিন্ত বিল্লাল মিয়া রাজনৈতিক জীবনের সূচনা থেকেই বিরজীৎ সিনহা একনিষ্ঠ ভক্ত।শ্রীসিনহা যে হেতু বি জে পি তে যাবেন না বলে স্থির করেছেন। এই থেকে ধারণা করা যেতে পারেন শ্রীমিয়া ও বি জে পি তে যাবেন না।
মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের বলেছেন দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী হিসেবে শ্রীমিয়ার সাথে দেখা করতে সকলে মিলে গেছেন। ভালো যেতেই পারেন। কিন্তু সকল মন্ত্রীগন তো আগে ও বক্সনগর গেছেন। তখন কেন উনার বাড়িতে কেউ যান নি এই নিয়ে এখন এলাকায় চলছে গুঞ্জন।
